পাঁচ ক্যামেরার ফোন আনছে এলজি!

৩ অক্টোবর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৪০ থিনকিউ উন্মোচনের পরিকল্পনা করছে এলজি। ফাঁস হওয়া তথ্য ও ছবি থেকে ধারণা করা হচ্ছে পাঁচটি ক্যামেরা লেন্স রাখা হবে ডিভাইসটিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 09:45 AM
Updated : 27 Sept 2018, 09:45 AM

নতুন এই স্মার্টফোনের ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। বিভিন্ন ডিভাইসের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

পাঁচ ক্যামেরার সঙ্গে ভি৪০ থিনকিউ-এ থাকতে পারে নচ। ফাঁস হওয়া ছবিতে ডিভাইসটির সামনে দুইটি ও পেছনে তিনটি ক্যামেরা লেন্স দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

এর আগে একই ধরনের পাঁচ ক্যামেরা ব্যবস্থা দেখা গেছে হুয়াওয়ে’র ফ্ল্যাগশিপ পি২০ প্রো-তে।

ছবিতে দেখা গেছে ২০১৮ সালের বেশিরভাগ স্মার্টফোনের মতোই ভি৪০ থিনকিউ-এ রয়েছে নচ। আর ডিভাইসের নিচের দিকে রাখা হয়েছে চিন বার।

নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে কোয়াড ডিএসি (ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার) রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল অ্যাসিস্টেন্ট-এর জন্য আলাদা একটি বাটন থাকতে পারে এতে। আর ডিভাইসটির পেছনে রাখা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

অন্যদিকে নোকিয়া’র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পেছনে পাঁচটি ক্যামেরা রাখা হবে বলে গুজব রয়েছে। গুজব সত্য হলে সামনে পেছনে মিলিয়ে ছয় বা সাতটি ক্যামেরা লেন্স থাকবে ডিভাইসটিতে।