অবশেষে শাজামকে পেলো অ্যাপল

সোমবার শাজাম এন্টারটেইনমেন্ট লিমিটেড অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 04:06 AM
Updated : 25 Sept 2018, 04:06 AM

ব্রিটিশ এই প্রতিষ্ঠানটির বানানো সফটওয়্যার ব্যবহারকারীদেরকে গান বাজছে এমন কোনো ডিভাইসের দিকে তাদের স্মার্টফোন তাক করলে ওই গান শনাক্ত করতে সহায়তা করে।

আগের বছরের ডিসেম্বরেই প্রতিষ্ঠানটি কেনার আগ্রহ প্রকাশ করে অ্যাপল। সোমবারের চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শাজামের মালিকানা যায় অ্যাপলের হাতে।

বিশ্বজুড়ে শাজাম অ্যাপটি ডাউনলোড হয়েছে শত কোটির বেশি। প্রতিদিন অ্যাপটি দিয়ে দুই কোটির বেশি গান শনাক্ত করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

অ্যাপল মিউজিক-এর ভাইস প্রেসিডেন্ট অলিভার সুশার বলেন, “অ্যাপ স্টোর যখন উন্মোচন করা হয়, প্রথম দিককার অ্যাপগুলোর একটি ছিল শাজাম এবং মিউজিক প্রেমীদের জন্য পছন্দের অ্যাপে পরিণত হয় এটি।”

প্রতিষ্ঠানটি কিনতে অ্যাপলের পক্ষ থেকে ঠিক কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। পূর্বের তথ্য অনুযায়ী ৪০ কোটি মার্কিন ডলারে চুক্তি হয়েছে প্রতিষ্ঠান দু’টির মধ্যে।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, শীঘ্রই সব গ্রাহকের জন্য অ্যাপটির বিজ্ঞাপনমুক্ত সংস্করণ চালু করা হবে। এতে কোনো বাধা ছাড়াই শাজাম অ্যাপটি উপভোগ করতে পারবেন গ্রাহক।