অ্যাপল ওয়াচে আগুন ইফেক্ট

১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে নতুন তিনটি আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ৪ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 08:06 AM
Updated : 24 Sept 2018, 08:13 AM

নতুন এই স্মার্টওয়াচের ইসিজি প্রযুক্তির পাশাপাশি গ্রাহকের নজর কেড়েছে এটির নতুন ওয়াচ ফেইস।

অ্যাপল ওয়াচ সিরিজ ৪-এ যোগ হয়েছে অনেকগুলো নতুন ওয়াচ ফেইস। এর মধ্যে রয়েছে আগুন, পানি এবং বাষ্পের অ্যানিমেশন। একটি অ্যানালগ ঘড়ির পেছনে ঘুরতে দেখা গেছে আগুন, পানি ও বাষ্পের সঙ্গে রঙের ইফেক্ট।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, এই ওয়াচ ফেইসগুলো কম্পিউটার অ্যানিমেশন দিয়ে বানানো হয়নি।

বাস্তবেই আগুন, পানি ও বাষ্পের ভিডিও ফুটেজ ধারণ করেছে অ্যাপল। হাই-রেজুলিউশন, হাই-স্পিড ক্যামেরা দিয়ে প্রতি সেকেন্ডে ২০০টি ফ্রেইম নেওয়া হয়েছে এই ফুটেজগুলোতে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৪-এ এই ওয়াচ ফেইসগুলো বাছাই করা হলে ঘড়ির পেছনে এই ভিডিওগুলো চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একজন মেধাবী ডিজাইনারকে দিয়ে হয়তো কম্পিউটারে আরও সহজে অ্যানিমেশনগুলো বানাতে পারতো অ্যাপল। কিন্তু বিলাসবহুল স্মার্টওয়াচ বাজারে অবস্থান মজবুত করতে এবার ভিন্ন পথেই চলেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশের বাজারে এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ৪। ডিভাইসটির বাজার মূল্য শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার থেকে।