২০১৯ সালের মাঝামাঝি সময়ে ৫জি ফোল্ডএবল স্মার্টফোন আনবে হুয়াওয়ে, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের ডেপুটি চেয়ারম্যান কেন হু।
Published : 24 Sep 2018, 02:02 AM
চলতি সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম-এর বার্ষিক সভায় কথা বলার সময় হু বলেন, “হুয়াওয়েতে ২০১৯ সালের মাঝামাঝি আমরা আমাদের প্রথম ৫জি স্মার্টফোন উন্মোচন করবো।”
“দ্রুতগতি ও কম বাধার কারণে এগুলো ৫জি নেটওয়ার্কের সুবিধা নেবে” যোগ করেন হু।
৫জি ফোনগুলোকে আরও দ্রুতগতির এবং সংবেদনশীল করবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
হু’র দাবি, নতুন স্মার্টফোনে ৫জি ১০০ গুণ দ্রুততর হবে এবং ৪জি নেটওয়ার্কের চেয়ে ৫০ গুণ গতিসম্পন্ন হবে।
৫জি প্রযুক্তির পাশাপাশি নতুন এই স্মার্টফোনটিতে ভাঁজযোগ্য পর্দা থাকবে বলেও জানিয়েছেন হু।
হু বলেন, “আমাদের প্রথম ৫জি স্মার্টফোনে আমরা একটি ফোল্ডএবল পর্দা আনতে যাচ্ছি। স্মার্টফোনে এবারই প্রথম ফোল্ডএবল পর্দা আনা হচ্ছে।”
হুয়াওয়ে ছাড়াও ইতোমধ্যেই ফোল্ডএবল স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং।