ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস থেকে ইউটিউব মিউজিক-এ অডিও স্ট্রিমিং আর ডাউনলোডের মান নিয়ন্ত্রণের সুযোগ আনছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।
Published : 23 Sep 2018, 05:04 PM
‘সেটিংস’ আর ‘ডাউনলোড’ মেনুতে নতুন এই অপশনগুলো আনা হয়েছে। ডাউনলোড মেনুতে ‘লো’, ‘নরমাল’, ‘হাই’ এবং ‘অলওয়েজ হাই’- এই চারটি অপশন রাখা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে অডিও এবং ভিডিও কনটেন্টগুলোর মান বাছাই করতে পারবেন। তবে এক্ষেত্রে দরকারি ফিচার ও ডেটা সীমাবদ্ধতার কথা মাথায় রাখতে হবে।
শনিবার গুগলবিষয়কসাইট ৯টু৫গুগল-এর প্রতিবেদনে বলা হয়, এই সেটিং ব্যবহারকারীদেরকে স্ট্রিমিংয়ের সময় তাদের ডেটা পরিকল্পনা আরও ভালোভাবে ব্যবস্থাপনায় সহায়তা করবে। সেইসঙ্গে অফলাইন প্লেব্যাকে গানগুলো সংরক্ষণের সময় ডিভাইসের স্টোরেজ ব্যবস্থাপনায়ও সহায়তা পাবেন ব্যবহারকারীরা।
চলতি বছর অগাস্টের শুরুতে ইউটিউব মিউজিকে আপডেটে অডিও স্ট্রিমিং ও ডাউনলোডের মান নিয়ন্ত্রণের সুযোগ আনতে প্রতিশ্রুতি দিয়েছিল ওয়েব জায়ান্টটি।
নতুন আপডেটের ফিচারগুলো পেতে ব্যবহারকারীদেরকে অবশ্যই অ্যান্ড্রয়েডে তাদের ইউটিউব মিউজক অ্যাপটিকে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।