তিন মাসে চার হাজার সাইট বন্ধ করলো চীন

শেষ তিন মাসে চার হাজারেরও বেশি পর্নোগ্রাফিক ও ‘ক্ষতিকর’ তথ্য থাকা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 12:35 PM
Updated : 22 Sept 2018, 12:36 PM

চলতি বছর মে মাসে দেশটির ন্যাশনাল অফিস অ্যাগেইনস্ট পর্নোগ্রাফিক অ্যান্ড ইললিগাল পাবলিকেশনস এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রেস অ্যান্ড পাবলিকেশন মিলে এই ‘ক্লিন-আপ’ অভিযান শুরু করে।

অগাস্টের মধ্যে এই কর্তৃপক্ষ দেশজুড়ে ১২০টিরও লঙ্ঘন সংশোধন করে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। সেইসঙ্গে ২৩০টি প্রতিষ্ঠানকে অনিয়ম সংশোধন ও এক লাখ ৪৭ হাজার ক্ষতিকর তথ্য সরাতে বা ফিল্টার করতে আদেশ দেওয়া হয়, কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা শিনহুয়া।

অনলাইনে থাকা যেসব সাহিত্য অশোভন মূল্যবোধ, অশ্লীলতা বা অপবিত্রতা ছড়ায় আর যেগুলো কপিরাইট লঙ্ঘনের সঙ্গে জড়িত এগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, একটি সুস্থ ও পরিচ্ছন্ন অনলাইন সাহিত্য পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ আরও কড়াকড়ি করা হবে।