পিএস৪-এ আসছে পাবজি

জাপানি প্রতিষ্ঠান সনি’র গেইমিং কনসোল প্লেস্টেশন বা পিএস৪-এ আসতে যাচ্ছে প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি নামে বেশি পরিচিত)-এর সংস্করণ। দক্ষিণ কোরিয়ার ভিডিও গেইম রেটিং কর্তৃপক্ষ কোরিয়ান গেইম রেটিং বোর্ড-এর রেট করা এই গেইমের একটি পিএস৪ সংস্করণ শনাক্তের সূত্র ধরে এ খবর প্রকাশ পায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 10:59 AM
Updated : 20 Sept 2018, 11:01 AM

বর্তমানে কনসোলের মধ্যে এই গেইমটি শুধু মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের কনসোল এক্সবক্স ওয়ান-এই পাওয়া যায়। চলতি বছরের শুরুতে গেইমটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্যও আনা হয়। 

ইতোমধ্যে এই গেইমটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী একই সময়ে এই গেইম খেলছেন এমন গেইমারের সংখ্যা ৩০ লাখেরও বেশি। এরপর অন্যান্য জনপ্রিয় গেইমও এই ঘরানায় যোগ দিয়েছে, যেগুলোর মধ্যে ব্যাটলফিল্ড ৫, কল অফ ডিউটি আর ফোর্টনাইট-এর নামও রয়েছে বলে উল্লেখ করা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

২০১৭ সালে পিসি’র জন্য ছাড়ার পর এর জনপ্রিয়তা দেখে মাইক্রোসফট নিজেদের কনসোলে এই গেইম আনতে পদক্ষেপ নেয়। সে বছর ডিসেম্বরেই এক্সবক্স ওয়ান-এ আনা হয় গেইমটি। চলতি বছর জুলাই পর্যন্ত গেইমটির এক্সবক্স ওয়ান সংস্করণ বিক্রি হয়েছে ৮০ লাখ।

পিএস৪ সংস্করণে গেইমটির কোন কোন ফিচার আর ম্যাপ রাখা হবে তা এখনও স্পষ্ট নয়। যদি মাইক্রোসফট এক বছরের জন্য শুধু এক্সবক্স ওয়ান কনসোলে ছাড়ার সত্ত্ব কিনে রাখে তবে পিএস৪-এ এই গেইম পেতে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও খবর-