কোনো ক্যাশিয়ার ছাড়া পরিচালিত অ্যামাজনের দোকান অ্যামাজন গো-এর সংখ্যা বাড়াতে পরিকল্পনা নিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্টটি। সামনের কয়েক বছরের মধ্যে তিন হাজারের মতো অ্যামাজন গো স্টোর চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি, এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।
Published : 20 Sep 2018, 12:49 PM
এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের দুই সুপারমার্কেট চেইন ক্রোগার এবং টার্গেট কর্পোরেশন-এর শেয়ারমূল্য এক থেকে দুই শতাংশের মতো পড়ে যায় । অ্যামাজনের শেয়ারও এক শতাংশ নিচে ছিল বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অ্যামাজনের তিনটি অ্যামাজন গো স্টোর রয়েছে। দেশটির শিকাগো, স্যান ফ্রানসিসকো ও নিউ ইয়র্কে নতুন দোকানগুলো চালুর পরিকল্পনা তাদের।
অ্যামাজন গো স্টোরে কোনো ক্যাশিয়ার থাকে না, ক্রেতারা তাদের স্মার্টফোনে থাকা একটি অ্যাপের সহায়তায় এখানে পণ্য কেনাকাটা করতে পারেন। দোকানে প্রবেশ করতে হলে ক্রেতাদেরকে একটি স্মার্টফোন অ্যাপ দিয়ে স্ক্যান করে প্রবেশ করতে হয়। একবার তারা ভেতরে চলে গেলে ক্যামেরা আর সেন্সর ক্রেতারা তাক থেকে যেসব পণ্য নেন বা যেগুলো আবার রেখে দেন সব পর্যবেক্ষণ করে। দোকান ছেড়ে চলে যাওয়ার পর অ্যামাজন ক্রেতার ক্রেডিট কার্ডে বিল করে দেয়। এই পদ্ধতিকে ব্যবসায়ী বা কোনো প্রতিনিধির সামনে থেকে বিক্রির প্রচলিত ব্যবস্থার বিকল্প হিসেবে দেখছেন অনেকেই-- বলা হয়েছে প্রতিবেদনটিতে।
দোকানের সংখ্যা বাড়ানোর বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও অ্যামাজন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও খবর-