ফোনের সেটিংস পাল্টে দিয়ে ক্ষমা চাইলো গুগল

গ্রাহকের অজান্তেই ফোনের সেটিংস পরিবর্তনের পর ক্ষমা চেয়েছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 09:46 AM
Updated : 19 Sept 2018, 09:46 AM

আগের সপ্তাহে হঠাৎ করেই গ্রাহকের ফোনের ‘ব্যাটারি সেভার’ মোড চালু করে দেওয়া হয়। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপগুলো কতক্ষণ পরপর আপডেট হবে এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করবে তার ওপর প্রভাব ফেলে ব্যাটারি সেভার মোড।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে রেডিটের এক পোস্টে গুগল জানায়, তারা একটি অভ্যন্তরীন পরীক্ষা চালাচ্ছিলো, যা “ভুলবশত” বিস্তৃত পরিসরে উন্মুক্ত হয়ে যায়।

অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসগুলো এতে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ব্যাটারি সেভার মোড চালু থাকলে নোটিফিকেশন আসতে বিলম্ব হয় এবং ডিভাইসটি ব্যবহার না করা অবস্থায় লোকেশন সেবাও বন্ধ থাকে। এতে ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকে।

রেডিটের পোস্টে গুগল জানায়, “ব্যাটারি-সেভিং ফিচার পরীক্ষার জন্য এটি একটি অভ্যন্তরীন অনুসন্ধান ছিল, যা ভুলবশত আরও বেশি গ্রাহকের কাছে উন্মুক্ত হয়েছে।”

“এখন আমরা ব্যাটারি সেভার সেটিংস আবার আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। দয়া করে আপনার পছন্দ মতো ঠিক করে নিন। বিভ্রান্তির জন্য দুঃখিত।”

গুগলের এই ভুলে আক্রান্ত হয়েছে গুগল পিক্সেল ডিভাইস। অন্যান্য ডিভাইসের মধ্যে ছিল অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনের নকশা করা এসেনশিয়াল ফোনও।