উন্মুক্ত হলো আইওএস ১২

১৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে উন্মুক্ত হয়েছে অ্যাপলের আইফোন ও আইপ্যাড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১২।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 05:43 PM
Updated : 18 Sept 2018, 05:44 PM

নতুন এই সংস্করণে দৈনন্দিন কাজগুলো আরও দ্রুত ও সংবেদনশীল হবে বলে দাবি করেছে অ্যাপল।

আইওএস ১২ ডিভাইসের কার্যক্ষমতা বাড়াবে বলে জানানো হয়েছে। আগের যেকোনো আইওএস সংস্করণের চেয়ে বেশি ডিভাইসে উন্মুক্ত করা হয়েছে নতুন আপডেট। ২০১৩ সালের আইফোন ৫এসও সমর্থন করবে আইওএস ১২-- খবর আইএএনএস-এর।

সোমবার অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়, “বিনামূল্যের সফটওয়্যার আপডেট হিসেবে আইওএস ১২-এ নতুন অগমেন্টেড রিয়ালিটি অভিজ্ঞতা, মেমোজি’র মতো মজার ফিচার, সিরি শর্টকাট এবং গ্রাহক ও তার পরিবারের সদস্যের জন্য পর্দায় কাটানো সময় ব্যবস্থাপনার ফিচার আনা হয়েছে।”

প্রতিষ্ঠানটির দাবি নতুন আইওএস ১২ ক্যামেরা অ্যাপকে আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুত খুলবে। এ ছাড়া কিবোর্ড চালু হবে ৫০ শতাংশ দ্রুত। আর কিবোর্ড টাইপিংও আগের চেয়ে সংবেদনশীল হবে।

“পুরো সিস্টেম জুড়েই অনেক কিছু বদলাচ্ছে, অ্যাপগুলো আগের চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে চালু হবে,” যোগ করে অ্যাপল।

নতুন ফিচার “স্ক্রিন টাইম”-এর মাধ্যমে গ্রাহক তার ডিভাইসে কতো সময় ব্যয় করেন তা দেখতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারবেন। নির্দিষ্ট অ্যাপের জন্য সময় সীমিত করে দিতে পারবেন গ্রাহক।

নতুন এই ফিচারের মাধ্যমে শিশুরা কোন অ্যাপ বা ওয়েবসাইটে কতো সময় ব্যয় করছেন তাও দেখতে পারবেন গ্রাহক।

এছাড়া আইওএস ১২-এ যোগ হয়েছে ‘সিরি শর্টকাট’। এর মাধ্যমে যেকোনো অ্যাপকে অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্টেন্টের সঙ্গে কাজ করানো যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।