অবশেষে মাস্কের বিরুদ্ধে ডুবুরির মামলা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018 05:20 PM BdST Updated: 18 Sep 2018 05:20 PM BdST
-
ছবি- রয়টার্স
বারবার ‘শিশু নিপীড়ক’ ডাকার কারণে অবশেষে টেসলা প্রধান ইলন মাস্ক-এর বিরুদ্ধে মানহানি মামলা করে দিয়েছেন থাইল্যান্ডের গুহা থেকে কিশোরদের উদ্ধার অভিযানে ‘নায়ক’ হিসেবে খ্যাত ব্রিটিশ ডুবুরি ভারনন আনসওয়ার্থ।
চলতি বছর জুলাইয়ে থাইল্যান্ডের একটি গুহায় কিশোরদের একটি ফুটবল দলের ১২ সদস্য আটকা পড়ে। তাদেরকে উদ্ধারে ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে আনসওয়ার্থ অন্যতম। এই উদ্ধার অভিযানের জন্য একটি যন্ত্র বানিয়েছিলেন মাস্ক, এটি নিয়ে নিজেই ঘটনাস্থলে হ হন তিনি। শেষ পর্যন্ত মাস্ক-এর ওই ডিভাইস আর কাজে লাগেনি। উদ্ধার অভিযান এসে মাস্ক-এর এই ডিভাইস তৈরি আর সেখানে এটি নিয়ে যাওয়াকে ‘গণসংযোগ কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছিলেন আনসওয়ার্থ। এরপর থেকেই নানা সময় ওই ডুবুরি ‘পেডোফাইল’ ও ‘শিশু ধর্ষক’ বলে দাবি করেছেন মাস্ক, যদিও নিজের এমন দাবিগুলোর পেছনে এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।
মাস্ক-এর বিরুদ্ধে করা মানহানি মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৭৫ হাজার ডলার দাবি করা হয়েছে। সেইসঙ্গে মাস্ক যাতে এ ধরনের কথা বলা বন্ধ করেন সেজন্য আদেশ জারির আর্জিও জানানো হয়েছে এই মামলায়, খবর বিবিসি’র।
মামলার নথিতে বলা হয়, মাস্ক-কে “তার অন্যায়ের জন্য শাস্তি দিতে ও এ ধরনের জঘন্য কাজ থেকে তাকে বিরত রাখতে” আনসওয়ার্থ ক্ষতিপূরণের সঙ্গে ‘শাস্তিমূলক খেসারত’-ও চাচ্ছেন। মাস্ক মাঝেমধ্যেই তার টুইটার অ্যাকাউন্ট ও ইমেইল ব্যবহার করে ব্রিটিশ ডুবরির বিরুদ্ধে “মিথ্যা ও মানহানিকর অভিযোগ বিশ্বের কাছে প্রকাশ করেন”, এমনটাই বলা হয়েছে নথিতে। ওই টুইটের সময় মাস্কের অ্যাকাউন্টে ২.২৫ কোটিরও বেশি ফলোয়ারও ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনসওয়ার্থ এই মামলা করেছেন। আরেকটি আলাদা মামলা যুক্তরাজ্যের লন্ডনে করা হবে।
-
দেশের বাজারে ‘এ১৫এস’ আনলো অপো
-
ভারতে চুক্তিভিত্তিক উৎপাদন বাড়াচ্ছে শাওমি
-
তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা যাবে হুয়াওয়ের পরিধেয় পণ্যে
-
২০২০: ছয় হাজার কোটিরও বেশি সাইবার হামলা আটকেছে ট্রেন্ড মাইক্রো
-
আন্ডার-ডিসপ্লে ‘ফেইশল রিকগনিশন’ দেখালো জেডটিই
-
আইফোন ১৩: থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৬০ ৫জি মডেম
-
আইফোন ১৩-এর ওএলইডি প্যানেল বানাবে বিওই
-
অ্যান্ড্রয়েডে এলো গুগল ম্যাপসের ডার্ক মোড
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত