স্বচালিত গাড়ির আদর্শ নীতি বানাতে চায় ফোকসভাগেন?

স্বচালিত গাড়ি বিষয়ে একটি সাধারণ আদর্শ মান ঠিক করতে অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে জার্মান প্রতিষ্ঠান ফোকসভাগেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 03:30 PM
Updated : 16 Sept 2018, 03:30 PM

ফোকসভাগেন গ্রুপ ১৫টিরও বেশি সম্ভাব্য অংশীদারের সঙ্গে এই পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে শুক্রবার অটোমোটিভ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ খবর প্রকাশে পরিচয় গোপন রাখা একজন কর্মীর বরাত দিয়েছে সাইটটি। এর সঙ্গে যুক্ত অন্য কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ পায়নি বলে উল্লেখ করা হয় রয়টার্স-এর প্রতিবেদনে।

পরামর্শক প্রতিষ্ঠান অ্যালিক্সপার্টনার্সের হিসাব মতে- বিশ্বব্যাপী স্বচালিত গাড়ি খাতে ইতোমধ্যে সাড়ে পাঁচ হাজার কোটি ইউরো বিনিয়োগ করছে গাড়িনির্মাতা, সরবরাহকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। 

বিএমডাব্লিউসহ অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের সেন্সরের কনফিগারেশনসহ স্বচালিত গাড়ির বিভিন্ন খাতে সাধারণ আদর্শ মান বানানোকে স্বাগত জানাবে বলে আভাস দিয়েছে।

ফোকসভাগেন-এর এক মুখপাত্র রয়টার্স-কে এ নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। তবে “আমরা সব সময় জোট বাঁধার জন্য আগ্রহী” বলে মন্তব্য করেন তিনি।