কিডস অ্যাপে ‘ওল্ডার’ ফিচার আনলো ইউটিউব

নিজেদের প্ল্যাটফর্মে মা-বাবার নিয়ন্ত্রণ বাড়াতে ‘কিডস’ অ্যাপে নতুন সেটিংস এনেছে বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে জনপ্রিয় গান আর গেইমের ভিডিওগুলো শিশুদের দেখাবে গুগল অধীনস্থ প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 02:25 PM
Updated : 16 Sept 2018, 02:25 PM

‘ওল্ডার’ নামের নতুন এই ফিচার আট থেকে ১২ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে আনা হয়েছে, শুক্রবার এক ব্লগ পোস্টে এ তথ্য জানায় ইউটিউব। এতে বলা হয়, “আমরা আট থেকে ১২ বছর বয়সীদের জন্য নতুন অভিজ্ঞতা এনেছি যার মধ্যে জনপ্রিয় গান আর গেইমের ভিডিওগুলোর মতো বাড়তি নতুন কনটেন্ট রয়েছে।”

এতে আরও বলা হয়, “আমরা মা-বাবার অনুমোদিত কনটেন্ট দেখানোর সুবিধা এনেছি যার মাধ্যমে বাবা-মায়েরা অ্যাপটিতে তাদের শিশুদের জন্য রাখা প্রতিটি ভিডিও আর চ্যানেল বাছাই করতে পারবেন। আজ থেকে এটি বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড সংস্ক্ররণে পাওয়া যাবে আর শীঘ্রই এটি আইওএস-এ আনা হবে।”

এক্ষেত্রে মা-বাবারা একটি নতুন প্রোফাইল খোলা বা আগের প্রোফাইল আপডেট করার সঙ্গে ‘ওল্ডার’ সংস্করণও বাছাই করতে পারবেন। এছাড়াও তারা তাদের শিশুদের দেখাতে এমন নির্দিষ্ট নির্মাতা বা ভিডিও বাছাই করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

“তবে, মা-বাবারা একবার এই মোড চালু করলে তাদের শিশুরা নিজে থেকে আর কনটেন্ট সার্চ করতে পারবেন না”, জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর এপ্রিলে ইউটিউব ‘মা-বাবা অনুমোদিত কনটেন্ট ব্যবস্থা’ চালু করে।