পিক্সেল ৩-এর রঙ দেখালো গুগল

নতুন পিক্সেল ৩ কী রঙে বাজারে আনা হবে তার ধারণা দিয়েছে গুগল। ওয়েবসাইটে পিক্সেল ৩-এর তিনটি রঙের টিজার প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 08:50 AM
Updated : 15 Sept 2018, 08:50 AM

ইতোমধ্যেই পিক্সেল ৩-এর অনেক তথ্য ও ছবি ফাঁস হয়েছে। এমনকি এই মডেলের একটি পরীক্ষামূলক ডিভাইসও দূর্ঘটনাবশত হাতে পেয়েছেন এক লিফট চালক। ফাঁস হওয়া তথ্য থেকে নতুন ডিভাইসটি নিয়ে ভালো ধারণাই পেয়েছেন গ্রাহক।

এবার নতুন ডিভাইসের রঙ জানিয়েছে গুগল নিজেই। ওয়েবসাইটে ‘শীঘ্রই আসছে’ ট্যাগলাইনে ডিভাইসটির আউটলাইন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ছবিতে ডিভাইসের নিচে গুগলের ‘জি’ লোগা রাখা হয়েছে। লোগোতে ক্লিক করলে ডিভাইসটির তিনটি ভিন্ন ভিন্ন রঙ দেখানো হয়। রঙগুলো হলো মিন্ট, সাদা ও কালো-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আগের বছরও তিন রঙে পিক্সেল ২ উন্মোচন করেছিল গুগল। সেক্ষেত্রে রঙগুলো ছিল সাদা, কালো ও নীল।

৯ অক্টোবরের গুগল ইভেন্টে নতুন পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

সম্প্রতি ভুলবশত গাড়িতে পিক্সেল ৩ এক্সএল-এর পরীক্ষামূলক একটি ডিভাইস ফেলে যান এক যাত্রী। আর তা হাতে পান লিফট চালক।

চালক নিজেই একটি পিক্সেল ২ এক্সএল ব্যবহার করে থাকেন। তাই নতুন ডিভাইসটি চিনতে কোনো সমস্যা হয়নি তার।

যাত্রীকে ডিভাইসটি ফেরত দেওয়ার আগে দ্রুত এটির কিছু ছবি তোলেন লিফট চালক। আগের ধারণা মতোই ছবিতে দেখা গেছে ডিভাইসটির ওপরে রাখা হয়েছে নচ। আর নিচের দিকে বড় চিন বার। চিনের মধ্যেই বসানো হয়েছে স্পিকার।