ঘৃণা ছড়ায় এমন আক্রমণাত্মক মিম কমাতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এই ব্যবস্থা ছবি বা ভিডিওতে থাকা টেক্সট শনাক্ত করতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে।
Published : 12 Sep 2018, 07:28 PM
ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা লিখিত টেক্সট আকারে নিয়ে আসার টুল নতুন নয়, তবে আকার, ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন শেয়ার করা ছবি আর প্ল্যাটফর্মগুলোতে সমর্থিত ভাষার সংখ্যার কারণে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
রজেটা নামের এই এআই ব্যবস্থা দিয়ে ফেইসবুক প্রতিদিন কার্যকরীভাবে শতকোটিরও বেশি ছবি আর ভিডিও ফ্রেইমকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে পারবে। এই প্রকিয়ায় যাচাই শেষে কোনো কনটেন্ট নীতিমালা লঙ্ঘনকারী মনে হলে তা তাৎক্ষণিকভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “ছবির মধ্যে থাকা টেক্সট আর কোনো প্রসঙ্গে এটি বলা হয়েছে তা বুঝতে পারা আমাদের ব্যবস্থাগুলোকে সক্রিয়ভাবে অনুপুযুক্ত কনটেন্ট আর ক্ষতিকর কনটেন্টগুলো শনাক্ত আর আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে সহায়তা করে।”
“ছবি থেকে টেক্সট বের করে আনা ফটো সার্চের মান আর উপযোগিতা উন্নত করতে, প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ভাষার ঘৃণামূলক পোস্টের নীতিমালা লঙ্ঘন করে এমন কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে এবং আরও বেশি ব্যক্তিগত পছন্দের কনটেন্ট নিউজ ফিডে দেখানোর জন্য সঠিক ছবি বাছাই করে আনা উন্নত করতে ব্যবহৃত হচ্ছে”- বলেছে ফেইসবুক।