ট্রাম্পের প্রস্তাবের ধাক্কা লাগতে পারে অ্যাপল শেয়ারে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2018 05:23 PM BdST Updated: 11 Sep 2018 05:23 PM BdST
-
ছবি- রয়টার্স
বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সম্পর্কে চলা টানাপোড়েন যদি আরও বাড়ে আর এতে অ্যাপলের পণ্যে নেতিবাচক প্রভাব পড়ে তবে অ্যাপল শেয়ারধারীদের ভালো সময় হয়তো শেষ হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
শনিবার ট্রাম্প এক টুইটে বলেন, চীনে তৈরি পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক এড়াতে অ্যাপলের উচিৎ যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করা। তিনি বলেন, “চীনের উপর আমরা বিশাল অংকের শুল্ক আরোপ করতে পারি যার কারণে অ্যাপল পণ্যগুলোর দাম বাড়তে পারে- কিন্তু এখানে একটি সমাধান আছে। যখন এখানে কর একদম শূন্য করে দেওয়া হবে, এমনকি কর ভর্তুকিও থাকবে।”
“আপনাদের পণ্যগুলো চীনের বদলে যুক্তরাষ্ট্রে তৈরি করুন। এখন নতুন কারখানা তৈরি শুরু করুন। রোমাঞ্চকর!” এর পরেই ট্রাম্প যোগ করেন এমএজিএ, যা ট্রাম্পের নির্বাচনী স্লোগান- মেইক আমেরিকা গ্রেট এগেইন-এর সংক্ষিপ্ত রূপ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজারকে পাঠানো অ্যাপলের এক চিঠিতে বলা হয়, চীনে তৈরি পণ্যের উপর প্রস্তাবিত ২০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ অ্যাপল ওয়াচ, এয়ারপডস হেডফোন, হোমপড স্মার্ট স্পিকার, ম্যাক আর কম্পিউটারের মূল যন্ত্রাংশগুলোর দাম বাড়াবে।
চীনা পণ্যে ট্রাম্পের শুল্ক প্রস্তাব নিয়ে অ্যাপলের উপর সম্ভাব্য যে নেতিবাচক প্রভাব পড়বে তা বিশ্লেষণা করেছেন ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ-এর ওয়ামসি মোহান এবিং লুপ ভেনচারস-এর জিন মানস্টারসহ বিশ্লেষকরা।
সোমবার এ নিয়ে খবর প্রকাশের পর অ্যাপলের শেয়ারমূল্য ১.৩ শতাংশ পড়ে গিয়েছে।
এ নিয়ে অ্যাপলকে অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।
আরও খবর-
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি