নতুন আইপ্যাডে বাদ যেতে পারে লাইটনিং পোর্ট

নতুন আইপ্যাড প্রো থেকে বাদ দেওয়া হতে পারে লাইটনিং পোর্ট। এর বদলে ডিভাইসটিতে যোগ হতে পারে ইউএসবি টাইপ-সি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 07:32 AM
Updated : 11 Sept 2018, 07:32 AM

ধারণা করা হচ্ছে ১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে নতুন আইফোনের সঙ্গে আইপ্যাড প্রো উন্মোচন করা হবে। ইতোমধ্যেই আইপ্যাড প্রো’র বেশ কিছু তথ্য ও ছবি সামনে এসেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে নতুন আইপ্যাডের চারপাশে বেজেল কমানোর পাশাপাশি বাদ দেওয়া হয়েছে হোম বাটন। ফলে প্রথমবারের মতো আইপ্যাডে যোগ হতে পারে ফেইস আইডি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এবার আইপ্যাডের পোর্ট নিয়ে মত দিয়েছেন কেজিআই সিকিউরিটিস-এর সাবেক  বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

কুয়ো বলেন নতুন হাই-এন্ড আইপ্যাডে পোর্ট পরিবর্তন করে ইউএসবি টাইপ-সি আনা হতে পারে। ফলে নতুন ডিভাইসের বাক্সে দেখা যেতে পারে ইউএসবি-সি কেবল ও চার্জার।

ধারণা করা হচ্ছে নতুন এই আইপ্যাড থেকে হেডফোন জ্যাকও সরাবে অ্যাপল। ফলে ডিভাইসটির সঙ্গে হেডফোন সংযুক্ত করতে গ্রাহককে ব্লুটুথ বা ইউএসবি-সি’র ওপর নির্ভর করতে হবে।

বুধবারের অ্যাপল ইভেন্টে আইপ্যাডের পাশাপাশি নতুন তিনটি আইফোন আনতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। আর আনা হতে পারে নতুন অ্যাপল ওয়াচও।