সময় চাইলেন জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2018 05:34 PM BdST Updated: 08 Sep 2018 05:34 PM BdST
-
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছবি: রয়টার্স
নির্বাচনের আগে সামাজিক মাধ্যমগুলোতে ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এক্ষেত্রে নিজের প্ল্যাটফর্মকে ঠিক করতে আরও কিছু সময় চেয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।
শুক্রবার এক ব্লগ পোস্টে জাকারবার্গ বলেন, ২০১৭ সালে ফেইসবুক তাদের প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেছে আর “এমনকি এই কাজ ২০১৯ সাল পর্যন্ত বিস্তৃত হবে, আমি আশা করি আমরা যে অবস্থায় এতে প্রবেশ করেছিলাম এই বছর শেষে তার চেয়ে অনেক ভালো অবস্থায় যাব।”
প্রায় দুইশ’ কোটিরও বেশি ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মে সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গ আরও বলেন, “২০১৮ সালের জন্য আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ হচ্ছে ফেইসবুকের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করা। হোক সেটা নির্বাচনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ, আমাদের সম্প্রদায়কে নিপীড়ন ও ক্ষতি থেকে রক্ষা করা বা মানুষের তথ্যে তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা।”
মার্কিন নির্বাচনে বিদেশি প্রচারণার হস্তক্ষেপ ঠেকাতে সামাজিক মাধ্যমগুলোর পদক্ষেপ জানতে সম্প্রতি সিনেটে শুনানি অনুষ্ঠিত হয়। এতে ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ আর মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান জ্যাক ডরসি’কে একহাত নেন আইনইপ্রণেতারা।
জাকারবার্গ বলেন, “আমি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় ব্যয় করছি, আর বছর শেষে আমি একাধিক নোট লিখতে যাচ্ছি যার মাধ্যমে এগুলো নিয়ে আমি কী ভাবি ও আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা প্রকাশ করব।”
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো