থাই গুহার নায়ককে ফের মাস্কের আক্রমণ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2018 07:20 PM BdST Updated: 06 Sep 2018 07:20 PM BdST
থাইল্যান্ডের গুহা থেকে কিশোর ফুটবল দল উদ্ধার অভিযানের ‘অন্যতম নায়ক’ হিসেবে আখ্যা পাওয়া ভার্ন আনসওয়ার্থ-কে ফের মৌখিক আক্রমণ করলেন টেসলা প্রধান ইলন মাস্ক।
Related Stories
মার্কিন এই প্রকৌশলী ও ধনকুবের এক সাংবাদিকের কাছে আনসওয়ার্থকে নিয়ে ‘অশ্লীলভাবে তিরস্কার’ করেছেন ও ‘ভিত্তিহীনভাবে’ তিনি একজন ‘শিশু কন্যাকে’ বিয়ে করেছেন বলে দাবি করেছেন-- বলা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেনট-এর প্রতিবেদনে। শুধু তাই নয়, বাজফিড নিউজ-এর ওই সাংবাদিককে দেওয়া ইমেইলে মাস্ক আনসওয়ার্থকে ‘শিশু ধর্ষক’ ডেকেছেন বলেও জানিয়েছে বিবিসি।
মাস্ক এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল বা শিশু যৌন নিপীড়নকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিশোর ফুটবল দল উদ্ধারে মাস্ক-এর প্রচেষ্টা নিয়ে বিদ্রুপ করেছিলেন আনসওয়ার্থ, এরপর থেকেই তাদের মধ্যে বাকযুদ্ধের শুরু।
এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল’ ডাকা নিয়ে ক্ষমা চেয়েছিলেন মাস্ক। কিন্তু এরপর সম্প্রতি আবারও তিনি আনসওয়ার্থকে নিয়ে এ ধরনের মন্তব্য করলেন।
আনসওয়ার্থ-এর আইনজীবীর কাছ থেকে আইনি হুমকি পাওয়ার বিষয়ে মাস্ককে জিজ্ঞাসা করা হলে তিনি আরও ক্ষিপ্ত হন। বাজফিড প্রতিবেদক রায়ান ম্যাক-এর কাছে এই মেইলে এর জবাব দিয়েছেন তিনি, রায়ান ম্যাক এই জবাবের পুরোটা টুইটারে পোস্ট করে দিয়েছেন।
মাস্ক বলেন, “আমার পরামর্শ হচ্ছে আপনি থাইল্যান্ডে চেনেন এমন লোকদের ডাকুন, আসলে কী হচ্ছে তা বের করুন আর শিশু ধর্ষকদের সমর্থন করা বন্ধ করুন।” এ সময় ম্যাককেও আক্রমণাত্মক ভাষায় সম্বোধন করেন মাস্ক।
নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য বিখ্যাত মাস্ক আরও বলেন, “তিনি বয়স্ক, ইংল্যান্ড থেকে আসা একা একজন শ্বেতাঙ্গ যিনি ৩০ থেকে ৪০ বছর ধরে থাইল্যান্ডে ভ্রমণ বা বসবাস করছেন। অধিকাংশ সময়ে পাতায়া সৈকতে ছিলেন, যতদিন না তিনি ১২ বছর বয়সী শিশু কনের জন্য চিয়াং রাই-এ যান।”
মাস্ক আরও বলেন, “মামলার এই হুমকি আশ্চর্যজনকভাবে সামনে এলো যখন আমি এই বিষয়টি তুলে ধরেছি (এর আগে কিছুই পাঠানো হয়নি)।” আনসওয়ার্থ তাকে মামলা করুক এমনটাই আশা করছেন তিনি।
এরপরের বার্তাগুলোতে মাস্ক তার ‘মিনি-সাব’-এর সমর্থনে কথা বলা শুরু করেন।
-
ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিলেই ভুয়া তথ্য কমলো ৭৩ ভাগ
-
আকাশে প্লেন থেকে রকেট উৎক্ষেপণে প্রথম সাফল্য ভার্জিনের
-
স্যামসাং ‘রাজপুত্রের’ আড়াই বছরের জেল
-
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন
-
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন
-
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল
-
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের
-
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ