অধিকাংশ প্ল্যাটফর্মে নিজেদের অ্যাপের সর্বশেষ সংস্করণে কল রেকর্ডিং সেবা আনা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট অধীনস্থ কলিং সেবা স্কাইপ। প্রায় ১৫ বছর আগে যাত্রা শুরু করা স্কাইপ এই প্রথম বিল্ট-ইন কল রেকর্ডিং সুবিধা দিতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
Published : 05 Sep 2018, 05:52 PM
স্কাইপে একটি কল রেকর্ড করতে স্ক্রিনের নিচে ‘+’ প্রতীকে ক্লিক করে ‘স্টার্ট রেকর্ডিং’ বাছাই করতে হবে। একবার শুরু হওয়ার পর, একটি ব্যানার স্কাইপের ওই কলে থাকা সবাইকে জানিয়ে দেবে যে এই কল রেকর্ড করা হচ্ছে। ব্যবহারকারী যদি কোনো ভিডিও কল রেকর্ড করতে থাকেন, তাহলে রেকর্ডিংয়ে প্রত্যেকের ভিডিও আর শেয়ার করা স্ক্রিনগুলোর ভিডিও রেকর্ড হবে। কল শেষে এই রেকর্ডিং ব্যবহারকারীর ‘চ্যাট’ অপশনে পোস্ট করা হবে আর এটি সেখান থেকে ডাউনলোড বা শেয়ারের জন্য ৩০ দিন সময় পাওয়া যাবে।
কোনো রেকর্ডিং নিজের পিসিতে সংরক্ষণ করতে চাইলে ব্যবহারকারীকে গ্রুপ চ্যাটিংয়ে থাকা তিন ডটের আইকনে ক্লিক করে ‘মোর অপশনস’-এ যেতে হবে, সেখানে ‘সেইভ টু ডাউনলোডস’-এ ক্লিক করলেই ক্লিপটি ডাউনলোড হয়ে যাবে। মোবাইল ডিভাইসে রেকর্ডিং সংরক্ষণ করতে চাইলে ক্লিপটিতে ট্যাপ করে ধরে রাখলেই স্কাইপের মেনু আসবে আর সেখানে ‘সেইভ’ অপশনটি বাছাই করতে হবে।