প্লেস্টেশন ২-এর জন্য নিজেদের মেরামত সেবা বন্ধ করে দিয়েছে জাপানি ইলেকট্রনিক জায়ান্ট সনি। বাজারে ছাড়ার ১৮ বছরেরও বেশি সময় পর গেইমিং কনসোলটির এই সংস্করণ নিয়ে এমন সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।
Published : 04 Sep 2018, 08:37 PM
২০০০ সালের মার্চে প্রথম জাপানে এই কনসোল ছাড়া হয়। এখন পর্যন্ত বানানো গেইমিং কনসোলগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া কনসোল, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
প্লেস্টেশন ২-এর পর পরবর্তী প্লেস্টেশন ৩ আনা হয় ২০০৬ সালে। এর ছয় বছর পর ২০১২ সালে প্লেস্টেশন ২ উৎপাদন বন্ধ করে দেয় সনি।
পুরানো হয়ে যাওয়া এই কনসোলে বদলে দেওয়ার মতো যন্ত্রাংশ ফুরিয়ে আসতে থাকায় এর মেরামত সেবা দিতে প্রতিষ্ঠানটি আর সমর্থ নয় বলে জানিয়েছে।
এক বিবৃতিতে সনি এই কনসোল নিয়ে “অব্যাহত সমর্থন” রাখা ব্যবহারকারীদেরকে ধন্যবাদ জানিয়েছে।
এখনও প্লেস্টেশন ২ ব্যবহার করছেন এমন গেইমারদেরকে এখন এই ডিভাইস মেরামতের জন্য সনির অফিসিয়াল নয় এমন মেরামত সেবার উপরই নির্ভর করতে হবে, অবশ্য যদি বদলানোর মতো যন্ত্রাংশ পাওয়া তাদের ভাগ্যে থাকে।
এ পর্যন্ত প্লেস্টেশন ২ কনসোল বিক্রি হয়েছে ১৫ কোটিরও বেশি, আর সনির সর্বশেষ কনসোল পিএস৪-এর ক্ষেত্রে অংকটা প্রায় আট কোটি।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের এক্সবক্স ওয়ান কনসোল বিক্রি নিয়ে কোনো অংক প্রকাশ করেনি। কিন্তু পরামর্শদাতা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট-এর হিসেবে এক্সবক্স ওয়ান বিক্রির অংকটা চার কোটির বেশি হবে।