স্যামসাংয়ের হাত ধরে শুরু হলো ৮কে টিভির যুগ

প্রথমবারের মতো ৮কে টিভি উন্মোচন করেছে স্যামসাং। জার্মানির বার্লিনে চলমান প্রযুক্তি পণ্য প্রদর্শনী আইএফএ ২০১৮-এ নতুন এই টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 09:41 AM
Updated : 3 Sept 2018, 09:41 AM

সেপ্টেম্বরের শেষ দিকে বাজারে আসবে কিউ৯০০আর কিউলেড ৮কে টিভি, বলা হয়েছে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

কিউলেড প্যানেলযুক্ত এই টিভি ৬৫, ৭৫, ৮২ আর ৮৫ ইঞ্চি আকারে কিনতে পাওয়া যাবে।

বাজারের অন্যান্য টিভির সঙ্গে নতুন এই ৮কে টিভির পার্থক্য এর পিক্সেল দেখানোর ক্ষমতা। সাধারণ এইচডি টিভির চেয়ে ১৬ গুণ বেশি পিক্সেল দেখাতে পারবে নতুন এই টিভি।

পিক্সেল ধারণ ক্ষমতা বেশি থাকার পাশাপাশি উজ্জ্বল ছবি দেখাতে পারবে এই টিভি। চার হাজার নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেখাতে পারবে কিউ৯০০আর, যেখানে প্রতিষ্ঠানের কিউ৯ সিরিজের ৪কে কিউলেড টিভির সর্বোচ্চ উজ্জ্বলতা ১৭০০নিটস।

এর পাশাপাশি হাই ডায়নামিক রেঞ্জ সমর্থন করবে এই টিভি। ফলে গাঢ় কালো এবং স্পষ্ট রঙ দেখাতে পারবে এটি।

৮কে টিভি আনা হলেও এখন পর্যন্ত খুব বেশি ৮কে ভিডিও তৈরি হয়নি। এ কারণে টিভির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কম রেজুলিউশানের ভিডিওর মান উন্নত করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত নতুন ৮কে টিভির আনুষ্ঠানিক বাজার মূল্য জানায়নি স্যামসাং।

স্যামসাংয়ের কিউ৯ সিরিজের ৬৫ ইঞ্চি কিউলেড ৪কে আল্ট্রা-এইচডি টিভির বাজার মূল্য শুরু হয় ৩৩০০ মার্কিন ডলার থেকে। আর ৭৫ইঞ্চি টিভির দাম শুরু হয় ৫৩০০ ডলার থেকে। ৮কে টিভির বাজার মূল্য এর চেয়ে অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।