এ বছর আসছে না পিক্সেল ওয়াচ

চলতি বছর কোনো ফ্ল্যাগশিপ ‘পিক্সেল ওয়াচ’ আনবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। পরিধানযোগ্য ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েডভিত্তিক ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে তৃতীয়বারের মতো বড় আপডেট ঘোষণার পর এ খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 11:23 AM
Updated : 2 Sept 2018, 11:23 AM

নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ওয়াচ আনার চেয়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটি ফসিল এবং ক্যাসিও’র মতো স্মার্টওয়াচ নির্মাতাদের সঙ্গে কাজ করতে আর ওয়্যার ওএস উন্নত করতে মনোযোগ দিচ্ছে, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।  

গুগল-এর ‘ওয়্যার ওএস’-এর ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং মাইলস বার বলেন, “সবার জন্য একটি আকার এমন ঘড়ির কথা ভাবতে গেলে, আমি মনে করি না আমরা এখনও সে জায়গায় আসতে পেরেছি।”

“এখন আমাদের নজর আমাদের অংশীদারদের দিকে”- বলেন বার।

গুগল নিজস্ব হার্ডওয়্যার বানাতে চাচ্ছে না কারণ কিছু ওয়াচ শুধুই ফিটনেস সচেতনদের লক্ষ্য করে বানানো, বাকিগুলো নকশার দিকে বেশি জোর দেওয়া। অল্পসংখ্যাক ওয়াচ দুই দিকেই সমন্বয় রেখে বানানো।

জার্মানির বার্লিনে আইএফএ ২০১৮-তে গুগল তাদের ‘ওয়্যার ওএস’ এর আপডেট ঘোষণা করে। প্রতিষ্ঠানটি বলে, “একটি স্মার্টওয়াচ সব মানুষের জন্য সবকিছু করতে পারবে এমন স্বপ্ন দেখা গুগল থামায়নি।”

নতুন আপডেটের ওয়্যার ওএস সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসা শুরু করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।