ফেইসবুক পাসওয়ার্ড না দেওয়ায় জেল!

স্কুলে পড়ুয়া এক কিশোরীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে সন্দেহভাজন এক ব্রিটিশ নাগরিক ফেইসবুক পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোয় তাকে জেলে পাঠানো হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 11:37 AM
Updated : 1 Sept 2018, 11:37 AM

খুনের তদন্তের স্বার্থে স্টেফেন নিকলসন নামের ওই ব্যক্তির ফেইসবুক পাসওয়ার্ড চেয়েছিল পুলিশ। পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোয় খুনের তদন্তে বাধা দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের-- খবর আইএএনএস-এর।

চলতি বছরের ২৬ জুলাই লুসি হিউ নামের ১৩ বছর বয়সী কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খুন করার আগে সন্দেহভাজন ওই ব্যক্তির ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লুসিকে কোনো ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছিল কিনা তা জানতেই তার ফেইসবুক পাসওয়ার্ড চাওয়া হয়।

রেগুলেশন অফ ইনভেস্টিগেটরি পাওয়ারস অ্যাক্ট (আরআইপিএ)-এ নিকলসনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পুলিশকে তিনি বলেন ব্যক্তিগত ফেইসবুক বার্তার অ্যাকসেস দিলে গাঁজাবিষয়ক তথ্য ফাঁস হতে পারে।

তার এই দাবিকে “পুরোপুরি অনুপযুক্ত” বলেছেন বিচারক। এতে তাকে ১৪ মাসের জেল দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরআইপিএ অনুযায়ী তদন্তের স্বার্থে সন্দেহভাজনের ফোন, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড নেওয়ার ক্ষমতা রয়েছে পুলিশের। এতে অস্বীকৃতি জানালে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

নিকলসনের বিরুদ্ধে অন্য মামলা আনা হবে কিনা তা ২৭ অক্টোবর জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।