৮কে টিভি আনছে স্যামসাং

চলতি সপ্তাহে আইএফএ ২০১৮-এ বাণিজ্যিকভাবে বানানো নিজেদের প্রথম ৮কে টিভি কিউ৯০০আর-এর ঘোষণা দিতে যাচ্ছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 02:51 PM
Updated : 30 August 2018, 02:51 PM

কিউলেড প্যানেলযুক্ত এই টিভি ৬৫, ৭৫, ৮২ আর ৮৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে। এটি চার হাজার নিটস পর্যন্ত উজ্জলতা দেখাতে সম্ভব। এতে স্যামসাং আর অ্যামাজনের বানানো নতুন এইচডিআর১০+ ফরম্যাটও চলবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। 

বর্তমানে এই ৮কে টিভিতে দেখার মতো কোনো কনটেন্টই নেই। এই মূহুর্তে স্যামসাং আপস্কেলিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির দাবি, কিউ৯০০আর এর ‘৮কে এআই আপস্কেলিং’ ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তা ও একটি ডেডিকেটেড প্রসেসর ব্যবহার করবে।

চলতি বছর সেপ্টেম্বরের শেষে অন্তত কিছু বাজারে কিউ৯০০আর বিক্রি শুরু হবে। যদিও কোথায় বা কত দামে এই টিভি বিক্রি করা হবে তা নিয়ে স্যামসাং এখনও কিছু জানায়নি।