মূহুর্তেই কুকের পকেটে পাঁচ কোটি ৭০ লাখ

চলতি মাসের শুরুতে বাজারমূল্যের দিক থেকে প্রথম প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এরপর প্রতিষ্ঠানটি থেকে পাওয়া শেয়ার বিক্রি করে মূহুর্তেই নিজ সম্পত্তিতে ৫.৭০ কোটি ডলার যোগ করেছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 09:28 AM
Updated : 30 August 2018, 09:28 AM

যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের নথির সূত্রমতে কুক ১২.১০ কোটি ডলার মূল্যের ২,৬৫,০০০ অ্যাপল শেয়ার বিক্রি করেছেন, বুধবার ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। এর মধ্যে কর সংক্রান্ত কারণে প্রায় ৬.৪০ কোটি ডলার কেটে রাখা হয়, আর কুকের পকেটে জমা হয় ৫.৭০ কোটি ডলার।

অ্যাপল প্রধানের বেতন আর বোনাসের সঙ্গে এই শেয়ার পুরস্কার দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

গেল বছর কুক মোট ১.২৮ কোটি ডলার আয় করেন, যার মধ্যে ৩০ লাখ ডলার তার মূল বেতন আর ৯৩ লাখ ডলার ছিল নগদ বোনাস।

মার্কিন প্রকাশনার প্রতিবেদন মতে, কুকের বর্তমান মোট সম্পত্তির মূল্য প্রায় ৬২.৫০ কোটি ডলার।