মার্কিন টিনএজারদের পছন্দে এগিয়ে স্ন্যাপচ্যাট

মার্কিন টিনএজারদের কাছে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট বেশি পছন্দের। এই বয়সীদের পছন্দের তালিকায় স্ন্যাপচ্যাট থেকে পিছিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক ও এর অধীনস্থ ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গিয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2018, 10:14 AM
Updated : 29 August 2018, 10:14 AM

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার-এর বিশ্লেষণা মতে, ২০১৮ সালে প্রায় ১.৬৪ কোটি ১২ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারী স্ন্যাপচ্যাট ব্যবহার করছেন। সে তুলনায় ইনস্টাগ্রামের ক্ষেত্রে অংকটা ১.২৮ কোটি।

২০২২ সাল পর্যন্ত স্ন্যাপচ্যাট টিনএজারদের মধ্যে আধিপত্য বজার রাখবে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে গবেষণা প্রতিবেদনটিতে, খবর আইএএনএস-এর।

ইমার্কেটার-এর জ্যেষ্ঠ পূর্বাভাস বিশ্লেষক ক্রিস্টোফার বেন্ডটসেন বলেন, “স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম টিনএজারদের জন্য শীর্ষ সামাজিক অ্যাপ আর এই বছর তারা প্রায় একই সংখ্যক নতুন টিনএজার ব্যবহারকারী যোগ করবে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিলেনিয়ালদের সামাজিক যোগাযোগ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছে ফেইসবুক। চলতি বছর ৫.৮৫ কোটি ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। আর এরপরেই অবস্থান নিয়েছে ইনস্টাগ্রাম, এর প্রত্যাশিত অংকটা ৪.৩৩ কোটি বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।