ফ্লোরিডা হত্যাকাণ্ড: ইএ’র আয়োজন বাতিল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2018 05:20 PM BdST Updated: 28 Aug 2018 05:20 PM BdST
আমেরিকান ফুটবল লিগ নিয়ে বানানো ভিডিও গেইম ‘ম্যাডেন’-এর একাধিক বাছাই পর্ব সোমবার বাতিল করে দিয়েছে ইলেকট্রনিক আর্টস। একদিন আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেইম টুর্নামেন্ট চলাকালে হওয়া হত্যাকাণ্ডের পর এই ঘোষণা দিল ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি। ওই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজন নিহত হন।
Related Stories
সোমবার এক বিবৃতিতে ইএ প্রধান নির্বাহী অ্যান্ড্রু উইলসন বলেন, “প্রতিযোগী ও দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি যাচাই করতে ম্যাডেন ক্লাসিক বাছাই পর্বের বাকি তিন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
এই আয়োজন “এই মৌসুমে আমাদের প্রথম ম্যাডেন ইএ-র বড় পরিসরের প্রতিযোগিতা”- বলেন উইলসন।
রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি বিনোদন কমপ্লেক্সে ‘ম্যাডেন এনএফএল ১৯’ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারকালে গুলি চালানোর ঘটনা ঘটে। জ্যাকসনভিলের শেরিফ মাইল উইলিয়ামস গুলিবর্ষণকারীর নাম ডেভিড কাটস এবং সে প্রতিযোগিতায় অংশ নিতে বাল্টিমোর থেকে জ্যাকসনভিলে এসেছিল বলে জানিয়েছেন।
গুলিবর্ষণের পর কাটস আত্মহত্যা করেছেন এবং তার মৃতদেহ তার গুলিতে নিহত দুজনের পাশেই পড়ে ছিল বলে জানিয়েছেন উইলিয়ামস।
এ ঘটনায় গুলিতে ১১ জন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে থেকে পালাতে গিয়ে আরও অন্তত দুজন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দপ্তর।
উইলসনের বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের দুই শীর্ষ ম্যাডেন প্রতিযোগী টেইলর রবার্টসন এবং এলিজা ক্লেটন-এর এভাবে চলে যাওয়া একটি অকল্পনীয় শোক। তারা ছিলেন সম্মানিত, ইতিবাচক মনোভাবাপন্ন ও দক্ষ প্রতিযোগী।” তিনি আরও বলেন, “একটি প্রতিষ্ঠান হিসেবে এমন কিছুর মুখোমুখি হওয়া আমাদের জন্য এটিই প্রথম, আর আমি বিশ্বাস করি আমাদের গেইমিং সম্প্রদায়েরও এক প্রথম এভাবে শোকাগ্রস্থ হতে হয়েছে।”
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার