এখন নিজের স্টোরিজ বা চ্যাটে মিউজিকযুক্ত জিফ যোগ করতে পারবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা। টিউনমোজি নামের এক অ্যাপের সঙ্গে স্ন্যাপ কিট-এর সমন্বয়ের ফলে এ ফিচার এসেছে ছবি শেয়ারিং প্ল্যাটফর্মটিতে।
Published : 28 Aug 2018, 02:49 PM
ব্যবহারকারীরা এখন চ্যাটিংয়ের মাধ্যমে বা স্টোরিজের অংশ হিসেবে মিউজিক্যাল জিফ পাঠাতে বা পোস্ট করতে পারবেন। বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়েছে- এই জিফগুলো টিউনমোজি-এর মাধ্যমে পাওয়া যাবে, এর সেবা এখন স্ন্যাপচ্যাটের সেবার সঙ্গে সমন্বিত করা হয়েছে। কেউ মিউজিক্যাল জিফ পাঠাতে চাইলে তাকে স্ন্যাপচ্যাটের সঙ্গে টিউনমোজি অ্যাপেও প্রবেশ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
অন্যান্য জিফ ডেটাবেইসের মতো টিউনমোজিতেও জিফ-এর একটি ক্যাটালগ থাকবে, যা ব্যবহারকারীদেরকে গান বা শব্দের উপর ভিত্তি করে জিফ খুঁজতে দেবে। পছন্দের জিফ পাওয়ার পর ব্যবহারকারীরা তা বাছাই করে স্ন্যাপচ্যাটে শেয়ার করতে পারবেন।
স্ন্যাপচ্যাট ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এই সেবা সমন্বয় করতে টিউনমোজি কাজ করবে বলে জানিয়েছেন টিউনমোজি’র প্রধান নির্বাহী জেমস ফেব্রিক্যান্ট।
চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকর্পোরেটেড তাদের প্রত্যাশ্যা ছাপিয়ে আয় করেছে। অবশ্য চলতি বছর ৩০ অগাস্ট থেকে স্ন্যাপচ্যাট তাদের স্ন্যাপক্যাশ সেবা বন্ধ করে দিচ্ছে।