মানুষকে ‘অতিমানব’ বানাবে পরিধেয় রোবট

মানুষকে আরও বেশি শক্তিশালী করতে নতুন পরিধেয় রোবটের ঘোষণা দিয়েছে এলজি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 02:45 PM
Updated : 28 August 2018, 08:53 AM

৩১ অগাস্ট বার্লিনে শুরু হতে যাচ্ছে আইএফএ ২০১৮ প্রযুক্তি ট্রেড শো। এই অনুষ্ঠানে দেখানো হবে এলজি ক্লয় স্যুটবট।

নতুন এই রোবটটি কাজের সময় মানুষের হতাহতের পরিমাণ কমানোর পাশাপাশি তার শরীরের নিচের অংশের শক্তি বাড়াতে সহায়তা করবে।

এসজি রোবোটিকস-এর সঙ্গে এই পরিধেয় রোবটটি বানিয়েছে এলজি। মানুষের জীবন যাপনের মান কীভাবে উন্নত করা যায় তা নিয়ে গবেষণা করে আসছে এসজি রোবোটিকস।

এলজির পক্ষ থেকে বলা হয়, “পরিধানে আরামদায়ক এবং কব্জাগুলো স্বাভাবিকভাবে ঘুরতে পারায় এটি আরামে চলতে পারে এবং ক্লয় স্যুটবট হাঁটার সময় শরীরের নীচের অংশের শক্তি বাড়ায়।”

“এটির স্যান্ডেল ধাঁচের জুতা এবং স্বয়ংক্রিয় ফিচারের কারণে এটি সহজে পরা ও খোলা যায়, যা ক্লয়বটকে এ ধরনের আরও অনেক রোবট থেকে স্যুটবটকে আলাদা করে।”

ক্লয় স্যুটবট-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে এলজি। এর মাধ্যমে আশপাশের পরিবেশ এবং বায়োমেট্রিক ডেটা পর্যালোচনা করে শিখতে ও নিজের বুদ্ধি বাড়াতে পারবে নতুন এই রোবটটি।