নিলামে উঠছে ৭০ দশকের একটি পুরোপুরি কার্যকর অ্যাপল-১ কম্পিউটার। আজকের ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের অ্যাপলের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অ্যাপল-১। চলতি বছরের সেপ্টেম্বরে এই মডেলের পুরোপুরি কার্যকর একটি কম্পিউটার নিলামে বিক্রি করবে বস্টনভিত্তিক আরআর অকশন--খবর সিএনবিসি’র।
Published : 27 Aug 2018, 03:30 PM
১৯৭৬ এবং ১৯৭৭ সালে এই মডেলের ২০০টি কম্পিউটার নকশা ও তৈরি করেছিলেন স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। বর্তমানে এই মডেলের ৬০টি কম্পিউটার অবশিষ্ট রয়েছে। এরই একটি উঠছে সেপ্টেম্বরের নিলামে।
অ্যাপল বিশেষজ্ঞ কোরে কোহেন কম্পিউটারটি মূল কার্যকর অবস্থায় ফিরিয়ে এনেছেন। পরীক্ষায় প্রায় আট ঘন্টা কোনো ত্রুটি ছাড়া কাজ করেছে এই অ্যাপল-১। ৭০ দশকের আসল কিবোর্ডও রয়েছে এতে।
অ্যাপল-১ যখন প্রথম বাজারে আসে তখন এর মূল্য ছিল ৬৬৬ মার্কিন ডলার। নিলামে এর দাম উঠতে পারে তিন লাখ মার্কিন ডলার বা তারও বেশি।