কুকুরের কামড় থেকে বাঁচতে শেখাবে ‘ভার্চুয়াল কুকুর’

কুকুরের কামড় থেকে বাঁচাতে ভার্চুয়াল কুকুর তৈরি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 02:12 PM
Updated : 26 August 2018, 06:28 PM

ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে কুকুরের নির্দিষ্ট কিছু আচরণ দেখতে পারবেন শিশু ও বয়স্করা। কোন অবস্থায় কুকুরের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে মানুষকে তা শেখাবে এই ভিআর অভিজ্ঞতা-- খবর ইকোনোমিক টাইমস-এর।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুল-এর প্রাণী আচরণ বিশেষজ্ঞরা বলেন, ভার্চুয়াল পরিবেশে প্রাণীর নড়াচড়া এবং যে বিস্তারিত তথ্য দেখানো হয় তা বাস্তব এবং সত্যিকার প্রতিক্রিয়া।

ব্যবহারকারী ভার্চুয়াল কুকুরের দিকে এগোলে তার আচরণ এবং শারীরিক নড়াচড়া ক্রমশ পরিবর্তিত হয় এবং এটি আগ্রাসী ইঙ্গিত দিতে থাকে। এই আচরণগুলোর মধ্যে রয়েছে ঠোট চাটা, মাথা এবং শরীর নোয়ানো, সামনে থাবা ওঠানো, গড়গড় করা এবং দাঁত দেখানো।

এই আচরণগুলো বোঝাবে কখন কুকুরটি চাচ্ছে না তার দিকে কেউ আসুক।

ইউনিভার্সিটি অফ লিভারপুল-এর ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং সেন্টার (ভিইসি)-এর ভিজুয়ালাইজেশন টিম লিডার আইয়ান কান্ট বলেন, “পরবর্তী ধাপ হলো আরও ভালো পরিবেশে বিস্তারিত তুলে ধরা যাতে এটি যতটা সম্ভব বাস্তবধর্মী করা যায়।”

“পরবর্তীতে আরও বিস্তৃত পরিসরে কুকুরের আচরণ এবং ব্যবহারকারীর প্রতি তার প্রতিক্রিয়া তুলে ধরা হবে,” যোগ করেন তিনি।