‘রোবট কুকর’ ফেরালো সনি

জনপ্রিয় আইবো রোবট কুকুরকে আবারও বাজারে আনছে সনি। এবার এতে যোগ হচ্ছে ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 12:07 PM
Updated : 26 August 2018, 12:07 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, সময়ের সঙ্গে শিখতে, মানুষের চেহারা চিনতে এবং নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করতে পারে আইবো। কোন কাজগুলো তার মালিক পছন্দ করেন তাও মনে রাখতে পারবে এই রোবটটি।

১৯৯৯ সালে প্রথম এই রোবটটি বাজারে আনে সনি। ২০০৬ সালে পণ্যটি বাতিল করে নির্মাতা প্রতিষ্ঠানটি।

‘ফার্স্ট লিটার এডিশন’ রোবটটি আইবো’র ষষ্ঠ সংস্করণ। চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে নতুন আইবো। রোবটটির বাজার মূল্য বলা হয়েছে ২৮৯৯ মার্কিন ডলার।

নতুন ক্লাউডভিত্তিক এআই প্রযুক্তি এবং উন্নত ইমেজ সেন্সরের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং কার্যক্রমের মাধ্যমে নতুন কৌশল শিখতে পারবে এই রোবট।

বাড়ির মধ্যে শুধু চুপচাপ বসে না থেকে তার মালিককে খুঁজবে আইবো এবং তাকে আদর করলে বা মাথায় হাত বুলিয়ে দিলে সাড়াও দেবে।

নতুন রোবটটির চোখে দুইটি ওলেড পর্দার পাশাপাশি অনেকগুলো সেন্সর, ক্যামেরা এবং অ্যাকচুয়েটর রয়েছে। জীবিত কুকুরের মতোই হাঁটতে পারে রোবটটি।

রোবট কুকুরের পাশাপাশি নতুন লিটার এডিশনে তিন বছরের এআই ক্লাউড প্ল্যান থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্লাউড সংযুক্ত থাকায় আইবো’র দৈনিক অভিজ্ঞতা একটি এআই ইঞ্জিনে আপলোড করা হবে যা কুকুরটির অনন্য ব্যক্তিত্ব নির্ধারণ করবে।

উত্তর আমেরিকা অঞ্চলে সনি প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা মাইক ফাউলো বলেন, “এটি সত্যি এমন একটি পণ্য যা তার মালিকের সঙ্গে আবেগের মাধ্যমে যুক্ত থাকবে।”

“আইবো’র আকর্ষণীয় ব্যক্তিত্ব, কুকুরের মতো আচরণ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ একটি ব্যক্তিগত বন্ধন তৈরিতে সহায়তা করে,” যোগ করেন ফাউলো।

চলতি বছরের যুক্তরাষ্ট্রের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শো-তে প্রথম এই রোবটি দেখিয়েছিল সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফটি/এইচবি/অগাস্ট ২৬/২০১৮