এখনও আইক্লাউড-এ সাইন আপ করেননি এমন মার্কিন গ্রাহকদের জন্য নতুন এক অফার এনেছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের চারটি বড় টেলিযোগাযোগ অপারেটরের মাধ্যমে আসা নতুন গ্রাহকরা দুই মাসের জন্য ২০০জিবি আইক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
Published : 26 Aug 2018, 03:31 PM
অ্যাপলবিষয়ক সাইট ৯টু৫ম্যাক-এর বরাতে এ খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
প্রথম দুই মাস বিনামূল্যে দেওয়া হলেও, এই দুই মাস শেষ হওয়ার এক মাস পর গ্রাহকদেরকে মাসিক ২.৯৯ ডলার করে গুণতে হবে।
নিজেদের সেবায় গ্রাহকদেরকে সাইন আপ করাতে এটি অ্যাপলের একটি কৌশল। “এটি বিরক্তিকর, বিশেষত যদি আপনি ইতোমধ্যে নতুন একটি ডিভাইস কেনার জন্য ইতোমধ্যে শত শত ডলার খরচ করে থাকেন”, এমনটাই বলা হয়েছে ভার্জ-এর প্রতিবেদনে।
ব্যবহারকারীদের জন্য অ্যাপল ইতোমধ্যেই বিনামূল্যে ৫জিবি স্টোরেজ ব্যবহারের সুবিধা দেয়। এর আগে ২০১৭ সালের শুরুতে প্রতিষ্ঠানটি নতুন গ্রাহকদের জন্য ৫০জিবি, ২০০জিবি আর ২টিবি মাত্রায় এক মাসের বিনামূল্যের সেবা অফার করেছিল।