অস্ট্রেলিয়ায় ৫জি দিতে পারবে না হুয়াওয়ে, জেডটিই

অস্ট্রেলিয়ায় তারবিহীন নেটওয়ার্কে ৫জি প্রযুক্তির সেবা দেওয়া থেকে হুয়াওয়ে-কে নিষিদ্ধ করেছে দেশটির সরকার, স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

প্রযুক্তি দেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 10:08 AM
Updated : 23 August 2018, 10:08 AM

প্রতিষ্ঠানটি বলে, টেলিযোগাযোগ খাতের স্বদেশীয় অপর প্রতিষ্ঠান জেডটিই-কেও নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে এ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া।  

হুয়াওয়ে’র পক্ষ থেকে এক টুইটে বলা হয়, “আমাদের ভোক্তাদের জন্য এটি অত্যন্ত হতাশাজনক।”

৫জি হচ্ছে পরবর্তী প্রজন্মের মোবাইল ইন্টারনেট সংযোগ আর এর মাধ্যমে দ্রুততর ডেটা ডাউনলোড ও আপলোড-এর গতি পাওয়া যায়। এর মাধ্যমে বর্তমান ৪জি’র তুলনায় আরও বিস্তৃত ও স্থিতিশীল সংযোগ পাওয়া সম্ভব। 

বিভিন্ন দেশ ৫জি মোবাইল নেটওয়ার্ক আনার প্রস্তুতি নিচ্ছে। যদিও অল্প কিছু দেশ ২০২০ সালের আগে ৫জি সেবা আনবে বলে ধারণা বিশ্লেষকদের, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

এতে বলা হয়, হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে বড় টেলিযোগাযোগ সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান। বৈশ্বিক স্মার্টফোন বিক্রির তালিকায় এই প্রতিষ্ঠানের অবস্থান বর্তমানে দ্বিতীয়, এর আগে রয়েছে স্যামসাং আর পরে অ্যাপল।