হোয়াটসঅ্যাপে তিন মাসে ব্যয় ৮৫০০ ঘণ্টা

সব সামাজিক মাধ্যমের মধ্যে শেষ তিন মাসে ফেইসবুক অধীনস্থ সংকেতায়িত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ বিশ্বব্যাপী ৮৫০০ কোটি ঘণ্টা ব্যয় করেছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 10:59 AM
Updated : 22 August 2018, 10:59 AM

সোমবার মার্কিন সাময়িকী ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপ বিশ্লেষণা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপটোপিয়া এই তথ্য প্রকাশ করেছে। সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের মোট ব্যবহারকারীর সংখ্যা দেড়শ’ কোটি। বিশ্লেষণা প্রতিষ্ঠানটির হিসেবে পৃথিবীর প্রতিজন মানুষ এই সময়ে প্ল্যাটফর্মটির পেছনে গড়ে ১১.৪২৫ ঘণ্টা সময় ব্যয় করেছেন।

অন্যদিকে, এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকে ব্যবহারকারীদের ব্যয় করা মোট সময়ের পরিমাণ তিন হাজার কোটি ঘণ্টা।

অ্যাপটোপিয়া’র মুখপাত্র অ্যাডাম ব্ল্যাকার বলেন, “হোয়াটসঅ্যাপ যে বিশ্বব্যাপী মেসেজিং অ্যাপ হিসেবে পছন্দের তা স্পষ্ট।”

সব মিলিয়ে সারা বিশ্বের শীর্ষ ১০ অ্যাপ হচ্ছে- হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ফেইসবুক, মেসেঞ্জার, প্যান্ডোরা, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল ম্যাপস ও স্পটিফাই। তবে এক্ষেত্রে চীনের থার্ড-পার্টি সব অ্যাপ বিবেচনা করা হয়নি বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সময় ব্যয়ের উপর ভিত্তি করে করা তালিকায় শীর্ষ ১০টির মধ্যে চারটি হচ্ছে ফেইসবুকের মেসেঞ্জার, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। এই তালিকায় আরও আছে গুগল, ও এর অধীনস্থ ইউটিউব ও গুগল ম্যাপস।

গেইমগুলোর মধ্যে ক্ল্যাশ অফ ক্ল্যানস শীর্ষে রয়েছে, এর পেছনে সারা দুনিয়ায় এই তিন মাসে ব্যবহারকারীদের ব্যয় করা গড় সময়ের পরিমাণ ৩৮৩ ঘণ্টা। এরপরে রয়েছে মাই টকিং টম, ক্যান্ডি ক্রাশ সাগা, ফোর্টনাইট, লর্ডস মোবাইল, সাবওয়ে সারফারস, হেলিক্স জাম্প, স্লাইথার ডট আইও, পাবজি মোবাইল ও ফিশডম।