স্কাইপে এলো এন্ড-টু-এন্ড সংকেতায়ন

চলতি বছর জানুয়ারিতে ওপেন হুইসপার সিস্টেমস-এর মাধ্যমে সিগনাল প্রটোকল ব্যবহার করে এন্ড-টু-এন্ড সংকেতায়িত আলাপচারিতা নিয়ে পরীক্ষার ঘোষণা দিয়েছিল স্কাইপ। এবার স্কাইপ আইওএস, অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক আর উইন্ডোজ ডেস্কটপ-এর জন্য এই ফিচার চালু করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2018, 07:38 AM
Updated : 21 August 2018, 07:38 AM

নতুন এই ফিচারে কোনো গোপন আলাপচারিতা শুরুর জন্য গ্রাহকের প্রোফাইল বা কম্পোজ মেনু থেকে ‘নিউ প্রাইভেট কনভারসেশন’ অপশনটি বাছাই করতে হবে। এরপর গ্রাহক একটি আমন্ত্রণ পাবেন, তা তিনি গ্রহণের পর এই আলাপচারিতার মধ্যে হওয়া সব কল আর মেসেজ এন্ড-টু-এন্ড সংকেতায়িত অবস্থায় আদান-প্রদান করা হবে। আলাপচারিতা শেষ না হওয়া পর্যন্ত এই সংকেতায়িত পদ্ধতিতেই কল বা মেসেজ চলবে।

এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। একই সময়ে একটি ডিভাইস থেকে ব্যবহারকারী শুধু একটি গোপন আলাপচারিতাতেই অংশ নিতে পারবেন। ওই গোপন আলাপচারিতা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নিয়ে যাওয়া যাবে, কিন্তু কল বা মেসেজ যে ডিভাইস থেকে পাঠানো ও গ্রহণ করা হয়েছে সেই ডিভাইসেই রয়ে যাবে।

এর আগেও স্কাইপ কিছু ধরনের সংকেতায়িত যোগাযোগ সুবিধা এনেছিল, কিন্তু এন্ড-টু-এন্ড সংকেতায়নে বার্তার কনটেন্ট শুধু প্রেরক আর গ্রাহকই দেখতে পারেন।