অ্যাপল ওয়াচ থেকে সরছে ‘টাইম ট্রাভেল’

অ্যাপল ওয়াচের ‘টাইম ট্রাভেল’ ফিচারকে বিদায় জানাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছর শরতে ওয়াচওএস ৫-এ এই ফিচার বাদ দেওয়া হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 05:38 PM
Updated : 18 August 2018, 05:38 PM

এটি অ্যাপল ওয়াচের সবচেয়ে কম ব্যবহৃত ফিচারগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

অ্যাপলবিষয়ক সাইট অ্যাপল ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, ওয়াচওএস ২ আপোডেটের সঙ্গেই প্রথম ‘টাইম ট্রাভেল’ ফিচারটি আনা হয়।

ভিন্ন কোনো একটি দিন ও তারিখ নিয়ে রাখা নির্দিষ্ট তথ্য দেখতে এই ফিচার ব্যবহারকারীদের সহায়তা করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সামনের বা পেছনের কোনো দিনের তথ্য দেখতে পান।

ওয়াচ-এর ‘ডিজিটাল ক্রাউন’-কে ঘড়ির দিকে বা উল্টোদিকে ঘুরিয়ে এই ফিচার কাজ করে থাকে।

প্রতিবেদনে বলা হয়, “ওয়াচওএস ৫ নিয়ে কাজ করতে থাকা ডেভেলপাররা দেখেছেন এই ফিচারের চিহ্ন সেটিংস থেকে চলে গিয়েছে- আর তা ফিচারটি পুরোপুরি বন্ধ হওয়ার আগেই।”