টয়লেটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু স্মার্টফোনে!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018 05:05 PM BdST Updated: 18 Aug 2018 05:05 PM BdST
টয়েলেট আসনের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে, এমনটাই উঠে এসেছে এক গবেষণায়।
ইনসুরেন্স২গো’র চালানো গবেষণায় দেখা গেছে স্মার্টফোনের পর্দা, ব্যাক বাটন, লক বাটন এবং হোম বাটনে টয়লেট আসন এবং ফ্লাশ-এর চেয়ে বেশি জীবাণু থাকে।
যুক্তরাজ্যের বাসিন্দাদের নিয়ে এই গবেষণা চালিয়েছে ইনসুরেন্স২গো। বলা হয়েছে- এর থেকে ধারণা করা যেতে পারে যুক্তরাজ্যের বাসিন্দারা স্মার্টফোন পরিষ্কার করেন না।
গবেষণায় উঠে এসেছে এক তৃতীয়াংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী পরিষ্কারক তরল বা এধরনের কিছু দিয়ে স্মার্টফোন পরিষ্কার করেন না-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
প্রতি ছয় মাসে দেশটির ২০ জনের মধ্যে মাত্র একজন স্মার্টফোন পরিষ্কার করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় তিন স্মার্টফোন গ্রাহকদের নিয়ে এই গবেষণা চালানো হয়। এর মধ্যে রয়েছেন অ্যাপল আইফোন, স্যামসাং গ্যালাক্সি এবং গুগল পিক্সেল ব্যবহারকারী। গবেষণায় বায়ুজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক এবং জীবাণুর বাসস্থান পরীক্ষা করা হয়েছে।
জীবাণুর বাসস্থান যদি প্রতি বর্গসেন্টিমিটারে একক শূন্য হয় তবে এটি আক্রান্ত নয় বলে ধরা হয়। স্মার্টফোন পর্দায় এই এককের পরিমাণ পাওয়া গেছে ২৫৪.৯, যেখানে টয়লেট আসন ও ফ্লাশ-এ এককের পরিমাণ মাত্র ২৪।
স্মার্টফোনের এই জীবাণু কীভাবে ত্বক এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে পারে সে বিষয়ে এলিট অ্যাসথেটিকস-এর ড. শিরিন লাখানি বলেন, “আমাদের স্মার্টফোন আসলেই ত্বক নোংরা হওয়া এবং ত্বকের সমস্যার বড় মাধ্যম, যা ব্রণের কারণ।”
“ত্বকের ঘর্ষণ, তাপ এবং চাপ সবগুলোই ত্বকের সমস্যার কারণ যা স্মার্টফোন থেকে আসে।”
“তৈল গ্রন্থিতে চাপের কারণে আরও বেশি তেল তৈরি হয়, এরপর আপনার ফোনের পর্দা থেকে আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া তেলের সঙ্গে মিশে যায়, এর পাশাপাশি ফোনের তাপ আরও বেশি ব্যাকটেরিয়ার জন্ম দেয়। এর ফলে ত্বকে জ্বালা পোড়া এবং ব্রণ দেখা যায়।”
নিয়মিত অ্যালকোহল দিয়ে স্মার্টফোন পরিষ্কার করে ব্যাকটেরিয়া মুক্ত থাকা যাবে বলে পরামর্শ দিয়েছেন ড. লাখানি।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং