অ্যান্ড্রয়েড ৯ পাইয়েরও আসছে গো সংস্করণ

এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোর জন্য আনা অ্যান্ড্রয়েড গো সংস্করণেও নতুন অ্যান্ড্রয়েড ৯ পাই আসছে বলে ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 01:52 PM
Updated : 16 August 2018, 01:57 PM

প্রযুক্তি সাইট ভার্জ-এর তথ্য মতে, অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ)-এ সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে স্টোরেজ বৃদ্ধি।

গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়, অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ)-এ অপারেটিং সিস্টেমের জন্য ডিভাইসের কম জায়গা খরচ হবে। এর ফলে আগের অ্যান্ড্রয়েড গো সংস্করণগুলোর তুলনায় নতুন সংস্করণে পাঁচশ’ মেগাবাইট পর্যন্ত বাড়তি স্টোরেজ পাওয়া যাবে।

এ ছাড়াও গুগল ডিভাইসের বুট হওয়ার সময় দ্রুত করছে, যাচাই করা বুটসহ আরও উন্নত নিরাপত্তা ফিচার এনেছে। সেইসঙ্গে ডেটা ব্যবহার শনাক্ত ও পর্যবেক্ষণে নতুন একটি ড্যাশবোর্ড আনা হয়েছে যা ইতোমধ্যে মূল অ্যান্ড্রয়েড সংস্করণে দেওয়া ড্যাশবোর্ডের মতো কাজ করবে।

অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ)-এর প্রথম স্মার্টফোনগুলো চলতি বছর শরতের শেষে আসবে বলে আশা করা হচ্ছে।