মালিকের বিরুদ্ধে টিন্ডার কর্মীর দুইশ’ কোটি ডলারের মামলা

প্রতিষ্ঠানের বাজারমূল্য কমিয়ে দিতে আর কর্মীদেরকে শেয়ার নেওয়া থেকে দূরে রাখতে আর্থিক তথ্য জালিয়াতি করেছে মালিক প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ এবং আইএসি- এমন অভিযোগে মালিক প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুইশ’ কোটি ডলারের মামলা করে দিয়েছেন ডেটিং অ্যাপ টিন্ডার-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক কর্মীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 03:37 PM
Updated : 15 August 2018, 03:37 PM

মঙ্গলবার টিন্ডার সহ-প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “প্রতারণা, হয়রানি আর স্পষ্ট মিথ্যার মাধ্যমে আইএসি/ম্যাচ টিন্ডার কর্মীদের কাছ থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছে, এসব কর্মীদের মধ্যে প্রতিষ্ঠাতা শন র‍্যাড, জাস্টিন মাটিন, জোনাথন ব্যাডিন এবং তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন।”

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে করা মামলায় বলা হয়, আইএসি আর টিন্ডার কর্মীদের মধ্যে থাকা লিখিত চুক্তি অনুযায়ী ২০১৭, ২০১৮, ২০২০ এবং ২০২১ সালে টিন্ডারের মূল্য নির্ধারণের কথা ছিল যখন কর্মীরা শেয়ার নিয়ে তা আইএসি বা ম্যাচ গ্রুপের কাছে বিক্রি করার সুযোগ পেত, খবর আইএএনএস-এর। 

বিবৃতিতে বলা হয়, “আইএসি/ম্যাচ তিনশ’ কোটি ডলারের একটি ভুয়া মূল্য নির্ধারণ করে- দুই বছর আগেও টিন্ডারের এই একই মূল্য বলা হয়েছিল, যদিও এর আয় ছয়শ’ শতাংশ বেড়েছে আর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।”

টিন্ডার ম্যাচ গ্রুপের অন্যতম বড় ও লাভজনক ব্র্যান্ড। ২০১৭ সালে টিন্ডার আইওএস অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা অ্যাপের তালিকায় শীর্ষ ছিল।