বাজারে আসছে নোকিয়ার ‘কলা ফোন’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2018 11:15 PM BdST Updated: 11 Aug 2018 11:15 PM BdST
-
ছবি- নোকিয়া
সামনের সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে নোকিয়ার রেট্রো ক্লাসিক ফোন ৮১১০।
৬৯.৯৯ ব্রিটিশ পাউন্ড মূল্যে ইতোমধ্যেই ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহক। আর ডিভাইসটি গ্রাহকের হাতে পৌঁছাবে ১৫ অগাস্ট।
১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।
১৯৯৬ সালে প্রথম বাজারে আসে নোকিয়া ৮১১০। স্পেনের বার্সেলোনায় চলতি বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ নতুন রূপে ডিভাইসটি উন্মোচন করে এইচএমডি গ্লোবাল।
রেট্রো ফোনের এই ধারা ফিরিয়ে আনা উদযাপন করতে নোকিয়ার চালানো এক জরিপে দেখা গেছে, এখনও আমাদের মধ্যে এক তৃতীয়াংশ নব্বই দশকের ক্লাসিক গ্যাজেট ব্যবহার করেন-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
জরিপে অংশগ্রহণকারী ২০ শতাংশ মনে করেন, নব্বই দশকের যে ডিভাইসগুলো ফিরে এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো নোকিয়া ৮১১০।
কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি। আর পর্দার নীচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক।
কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।
স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি।
এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ