স্যামসাং হোম স্পিকারের নকশা নিয়ে গ্রাহকের ব্যাঙ্গ

বৃহস্পতিবার নতুন গ্যালাক্সি নোট ৯ এবং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে স্মার্ট স্পিকার গ্যালাক্সি হোম উন্মোচন করেছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 06:30 PM
Updated : 10 August 2018, 06:30 PM

নতুন এই গ্যাজেটটি দিয়ে গুগল হোম, অ্যাপলের হোমপড  এবং অ্যামাজন অ্যালেক্সা স্পিকারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের এআই অ্যাসিস্টেন্ট বিক্সবি ব্যবহার করা হয়েছে নতুন স্পিকারটিতে। এর মাধ্যমে কণ্ঠ দিয়ে স্পিকারটি নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।

গ্যালাক্সি স্পিকাটির আকর্ষণীয় বেশ কিছু ফিচার থাকলেও ডিভাইসটির নকশাও আলাদাভাবে অনেক গ্রাহকের নজরে এসেছে।

সামাজিক মাধ্যমগুলোতে নতুন এই ডিভাইটির নকশা নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অনেকেই। ডিভাইসটির ওপরের নকশা অনেকটা গুগল হোম-এর মতো। কিন্তু এর নিচে রাখা হয়েছে তিনটি পা। এর এ কারণেই গ্রাহকের হাস্যরসের বস্তু হয়েছ ডিভাইসটি।

নীচে তিনটি পা থাকায় এটি কড়াই এবং বারবিকিউয়ের সংকর মনে হয়েছে অনেকের কাছে।

ডিভাইসটির নকশা নিয়ে ডেরেক নামের এক টুইটার গ্রাহক বলেন, “আমি সিদ্ধান্ত  নিতে পারছি না এতে স্টেক বসাবো নাকি এর মধ্যে কিছু বিয়ার রাখবো।”

আরেকজন গ্রাহক বলেন, “আমি নিশ্চিত নই এটি কেমন দেখতে, ডিজনির চরিত্র?”

আরও খবর-