হ্যাকিংয়ের শিকার গলফ চ্যাম্পিয়নশিপ সার্ভার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018 01:41 AM BdST Updated: 10 Aug 2018 01:44 AM BdST
হ্যাকিংয়ের শিকার হয়েছে পিজিএ অফ অ্যামেরিকার সার্ভার। পিজিএ চ্যাম্পিয়নশিপ গলফ টুর্নামেন্ট চালিয়ে থাকে এই সার্ভারটি।
পিজিএ চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফ্রান্সের রাইডার কাপ-এর প্রচারণা উপাদানের ফাইলগুলো লক করে রেখেছে হ্যাকার দল। ফাইলগুলো খুলতে মুক্তিপণ দাবি করেছে দলটি-- খবর বিবিসি’র।
স্পোর্টস ম্যাগাজিন গলফউইক-এর প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই হ্যাকাররা একটি বিটকয়েন অ্যাড্রেস দিয়েছে। তবে, মুক্তিপণের নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।
বিষয়টি নিয়ে বিবিসিকে কোনো মন্তব্য করতে চাননি পিজিএ’র এক মুখপাত্র। তবে, তিনি বলেন এতে পিজিএ চ্যাম্পিয়নশিপের ওপর কোনো প্রভাব পড়বে না।
সংকেতায়িত নথিগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্টের ব্যানার এবং লোগো, যা অনলাইন বা প্রিন্টের মাধ্যমে প্রচার করা হয়। এছাড়া আরও কিছু লোগো রয়েছে যা হয়তো ভবিষ্যতে অন্য টুর্নামেন্টে ব্যবহার করা হতে পারে।
গলফউইক-এর প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা একটি ইমেইল অ্যাড্রেস পাঠিয়েছে। এর মাধ্যমে দুইটি ফাইল অসংকেতায়িত করার সুযোগ দিয়েছে তারা। তারা যে ফাইলগুলো আনলক করতে সক্ষম সে প্রমাণ দিতেই এটি করা হয়েছে।
ইমেইলে বলা হয়, “আপনার এই অবস্থার জন্য আমাদের কাছে একটি ডিক্রিপশন সফটওয়্যার রয়েছে। জনসাধারণের জন্য এমন কোনো ডিক্রিপশন সফটওয়্যার নেই।”
ফাইলগুলো অন্য উপায়ে অসংকেতায়িত করার চেষ্টা করা হলে ডেটা নষ্ট হবে বলে সতর্ক করেছে হ্যাকার দল।
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ