নিজেদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে ‘আর্থিক সেবা’ দিতে মার্কিন ব্যাংকগুলোর কাছ থেকে তথ্য চাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। গ্রাহকদদের কার্ডের লেনদেন, কেনাকাটার অভ্যাস আর অ্যাকাউন্ট ব্যালেন্সবিষয়ক তথ্য চাওয়া হয়েছে বলে সোমবার খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
Published : 07 Aug 2018, 11:37 PM
সোশাল জায়ান্টটি জেপি মরগ্যান, সিটিগ্রুপ, ওয়েলস ফার্গো আর ইউএস ব্যানকর্প-সহ আরও কয়েকটি ব্যাংকের কাছে তাদের সেবা নিয়ে তথ্য চেয়েছে, উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।
প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, ফেইসবুক “সক্রিয়ভাবে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আর্থিক লেনদেন ডেটা চাওয়ার” বিষয়টি অস্বীকার করেছে। ফেইসবুক “শুধু ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করতে চাচ্ছে যাতে গ্রাহকদেরকে মেসেঞ্জারের একটি চ্যাটবটের মাধ্যমে সেবা দেওয়া যায় ও অ্যাপের মধ্যে থেকেই তাদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় সহায়তা করা যায়।”
ইতোমধ্যে অনলাইন লেনদেনের জন্য ফেইসবুক আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড আর পেইপ্যাল অ্যাকাউন্টগুলো মেসেঞ্জারের সঙ্গে সমন্বয়ের সুযোগ দেয়।