মুভিজ এনিহয়্যার-এর যুক্ত হলো মাইক্রোসফট

চলতি সপ্তাহের বিনোদন প্রতিষ্ঠান ডিজনি’র ‘মুভিজ এনিহয়্যার’-এ যোগ দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 03:14 PM
Updated : 6 August 2018, 03:15 PM

এর ফলে এক্সবক্স এবং উইন্ডোজ ১০-এর মুভিজ অ্যান্ড টিভি অ্যাপে মুভিজ এনিহয়্যার সেবা সমর্থন দেওয়া হবে। এর ফলে ব্যবহারকারীরা আইটিউনস, গুগল প্লে মুভিজ, ভুডু, অ্যামাজন ভিডিওসহ অন্যান্য সেবা থেকে ডিজিটাল সিনেমা দেখার সুযোগ পাবেন। সেইসঙ্গে এক্সবক্স  বা উইন্ডোজ ১০ পিসি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে কোনো মুভি কিনলে তা মুভিজ এনিহয়্যার আর অন্যান্য প্ল্যাটফর্মেও পাওয়া যাবে, উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

বর্তমানে সনি, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, ইউনিভার্সাল আর ওয়ার্নার ব্রাদার্স বর্তমানে মুভিজ এনিহয়্যার-এ সমর্থন দিচ্ছে। তাই অধিকাংশ মুভিই এই সেবার আওতাভূক্ত থাকবে। এক্সবক্স আর উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সহজেই তাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট-এর সঙ্গে মুভিজ এনিহয়্যার যুক্ত করতে পারবেন।

মুভিজ এনিহয়্যার সেবা এখন শুধু মার্কিন গ্রাহকদের জন্যই সীমাবদ্ধ থাকবে।