রোবোটের মাধ্যমে আবেগপ্রবণ হয়ে পড়তে পারে মানুষ- জার্মানির ইউনিভার্সিটি অফ ডুসবার্গ-এসেন এর গবেষকরা এমন তথ্য প্রকাশ করেছেন।
Published : 06 Aug 2018, 02:46 AM
এই গবেষণায় মানুষের মধ্যে অ্যানথ্রোপোমরফাইজ-এর অনেক বেশি প্রবণতা রয়েছে। অ্যানথ্রোপোমরফাইজ হচ্ছে রোবোটের মতো মানুষ নয় এমন সত্ত্বার দিকে মানুষের আবেগ বা ইচ্ছা আরোপ হওয়া। এর মাধ্যমে মানুষ এ ধরনের সত্ত্বার দ্বারা আবেগপ্রবণ হয়ে পড়তে পারে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০০৭ সালে “বেগিং কম্পিউটার ডাজ নট ওয়ান্ট টু ডাই” নামে একটি গবেষণা শুরু করেন গবেষকরা। এতে স্বেচ্ছাসেবকদেরকে একটি রোবট বিড়ালের সুইচ বন্ধ করে দিতে বলা হয়। কিন্তু রোবটটি তার সুইচ বন্ধ করতে মানা করলে স্বেচ্ছাসেবকরা কী করবেন তা নিয়ে দ্বিধায় পড়ে যান। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে টেক এক্সপ্লোর নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
নতুন এই চেষ্টায় গবেষকরা আরও স্বেচ্ছাসেবক ও ভিন্ন একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছেন।
প্লস ওয়ান নামের এক জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় ৮৯ জন সেচ্ছাসেবক অংশ নিয়েছেন। তাদেররকে একটি রোবটের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, সবশেষে তাদেরকে রোবটটি বন্ধ করে দিতে বলা হয়। রোবটটি তখন তাকে বন্ধ না করতে অনুরোধ করে, সেইসঙ্গে অনুরোধ জোরালো করতে অঙ্গভঙ্গিও দেখায়।
গবেষকরা দেখেন, ৪৩ শতাংশ সেচ্ছাসেবক সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যান। ১৩ জন রোবটের ইচ্ছা মেনে নেন আর কেউ কেউ রোবটটি বন্ধে সময় নেন।