ভাইরাসে আক্রান্ত আইফোন সরবরাহকারী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2018 04:38 PM BdST Updated: 05 Aug 2018 04:38 PM BdST
-
ছবি- রয়টার্স
কম্পিউটার ভাইরাসের শিকার হয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। এ কারণে শনিবার রাতে প্রতিষ্ঠানের বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান হলো টিএসএমসি। অ্যাপল, এডিএম, এনভিডিয়া এবং কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রাংশ সরবরাহ করে তারা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, “কম্পিউটার ভাইরাস তাদের অনেকগুলো ফ্যাব্রিকেশন টুল আক্রান্ত করেছে। কারখানাভেদে ভাইরাস আক্রান্তের মাত্রা ভিন্ন ভিন্ন।”
রাতেই কিছু কারখানা পুনরায় চালু করা হয়। বাকি কারখানাগুলো রোববারের আগে চালু হবে না বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
কারখানাগুলো কোনো হ্যাকিংয়ের শিকার হয়নি বলে ইঙ্গিত দিয়েছে টিএমএসসি।
প্রতিষ্ঠানের প্রধান আর্থ কর্মকর্তা লরা হো বলেন, “আগেও ভাইরাসে আক্রান্ত হয়েছে টিএসএমসি। কিন্তু এবারই প্রথম ভাইরাস আক্রমণে আমাদের উৎপাদন সারি আক্রান্ত হয়েছে।”
ভাইরাসের কারণে অ্যাপলের প্রসেসর উৎপাদন সারি আক্রান্ত হয়েছে কিনা বা টিএসএমসি’র আয়ে কেমন প্রভাব পড়বে তা নিয়ে কথা বলেননি হো।
সম্প্রতি অ্যাপলের এ১২ চিপের উৎপাদন শুরু করেছে টিএসএমসি। চলতি বছরের আইফোনগুলোতে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার