দিল্লি ইউনিভার্সিটি কলেজের সাইটে ‘পাকিস্তান জিন্দাবাদ’

শুক্রবার ভারতের দিল্লি ইউনিভার্সিটির মাহারাজা আগ্রাসেন কলেজের ওয়েবসাইট হ্যাক করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান পোস্ট দিয়েছেন অজ্ঞাতনামা এক হ্যাকার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 11:49 AM
Updated : 4 August 2018, 11:49 AM

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘মুসলিম হত্যা বন্ধ করুন’ বলে সতর্কবার্তাও দিয়েছেন ওই হ্যাকার-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। বেলা ১টা নাগাদ তা সারানো যায়নি বলে আইএএনএস-কে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ব্ল্যাকস্করপিওন প্রোব্রো’স নামের ওই হ্যাকার কলেজের ওয়েবসাইটে পোস্ট করেন, “আপনি কি জানেন, কেন আপনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন? মুসলিম হত্যা বন্ধ করুন। কাশ্মীরকে মুক্ত করুন। আপনার ক্রেডিট কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ না। আমাদের মোকাবেলা করতে প্রস্তুত হন।”

পোস্টে আরও বলা হয়, “আমরা পুরো ডেটাবেইস এবং সার্ভার ডাউন করেছি। শীঘ্রই আমরা এটা ফাঁস করবো। পাকিস্তান জিন্দাবাদ।”

এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার পঙ্কজ কুমার সিং বলেন, “সকালে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমরা এখন বিষয়টি তদন্ত করছি।”