সাময়িক বিভ্রাট দেখা গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেইসবুকে।
Published : 04 Aug 2018, 01:49 AM
শুক্রবার রাতে প্ল্যাটফর্মটিতে সমস্যা দেখা যায় বলে প্রতিবেদনে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হাজার হাজার বিরক্ত ব্যবহারকারী ডাউন ডিটেকটরে অভিযোগ করেন।
ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যন্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। এ সাইটে ব্যবহারকারীরা তাদের কোনো সাইট ব্যবহার করতে সমস্যা হলে অভিযোগও জানাতে পারেন।
ছবি- ডাউন ডিটেকটর
এক বিবৃতিতে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “একটি কারিগরি সমস্যার কারণে কিছু মানুষ ফেইসবুকে যুক্ত হতে সমস্যায় পড়েছেন আর এটি সমাধান করা হয়েছে।”
ডাউন ডিটেকটর-এর দেখানো চিত্র থেকে জানা যায়, বাংলাদেশ সময় রাত ১০টা ১৬মিনিটে এ সমস্যা শুরু হয়। বিশ্বের কোথায় কোথায় এ সমস্যা দেখা গিয়েছে তা নিয়ে ডাউন ডিটেকটরের প্রকাশ করা মানচিত্রে ইউরোপ আর যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান চিহ্নিত করা হয়েছে। এতে বাংলাদেশকেও চিহ্নিত অবস্থায়ই দেখা যায়।